খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেছেন, বর্তমানে বাংলাদেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। স্বাধীনতার পর এবারই দেশে প্রথমবারের মতো রেকর্ড ধান-চাল মজুত রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন খাদ্য গুদামে ২২ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল মজুত রয়েছে। গতকাল দুপুরে শেরপুর জেলা সার্কিট হাউস মিলনায়তনে চলমান খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন-বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার ১৭ আগস্ট থেকে সারা দেশে গরিব মানুষের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে ছয় মাসব্যাপী। সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী রয়েছেন। শেরপুরে কার্ডধারীর সংখ্যা আরও অন্তত ৫ হাজার বাড়াতে জেলা প্রশাসক মন্ত্রণালয় বরাবর জেলা প্রশাসককে আবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন ওই কর্মকর্তা।