গাইবান্ধার সাঘাটায় ২৪০ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার শিমুলতাইড় এলাকার চিচুয়া রাম (৬০), তার ছেলে সুনিল (২০) ও একই এলাকার বিনেশ চন্দ্র (৩১)। সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন রুবায়েত জানান, সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালিয়ে গেলেও হাতেনাতে তিনজনকে আটক করা হয়। তাদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি বাদশা আলম গতকাল বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’