গাজীপুরে নদীতে নিখোঁজের দুদিন পর মানিক রোজারিও (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সিটি করপোরেশনের পূবাইল ছিকুলিয়া এলাকার নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মানিক কালীগঞ্জ উপজেলার গেদু রোজারিওর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার নৌকাযোগে গাজীপুরের বালু নদীতে পিকনিকে যায় মানিক রোজারিওসহ কয়েকজন। একপর্যায়ে মানিক নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের স্ত্রী লিমা কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম জানান, পূবাইল ছিকুলিয়া এলাকার নদীতে লাশটি ভেসে উঠলে পুলিশ গিয়ে উদ্ধার করে।