টাঙ্গাইলের যৌনপল্লি থেকে শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি। গতকাল তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। জনি শহরের আকুর টাকুরপাড়ার ইসরাফিলের ছেলে। সদর থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, গোপন খবরে জনিকে যৌনপল্লি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।