গোপালগঞ্জের মুকসুদপুরে রেজাউল করিম নামের এক ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার আদমপুর বাজার থেকে তাকে হাতেনাতে আটক করে এ দণ্ড দেওয়া হয়। এ ছাড়া তার ক্লিনিকটিও সিলগালা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন ও ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল উপস্থিত ছিলেন। জানা যায়, কোনো ধরনের চিকিৎসা শিক্ষা বা প্রশিক্ষণ না থাকলেও রেজাউল নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে প্রেসক্রিপশন দিতেন। তিনি রোগী ভর্তি রেখে অস্ত্রোপচারও করতেন। অস্বাস্থ্যকর টিনশেড দোকানে রোগী ভর্তি রাখা, লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত করার প্রমাণও পান ভ্রাম্যমাণ আদালত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বলেন, ‘ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাতৃমৃত্যু, অঙ্গহানি এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগ করে আসছিলেন। প্রমাণের অভাবে এতদিন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।’