নারায়ণগঞ্জে পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগে ছয়টি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট ও পিঠালিপুল এলাকার এসব কারখানায় গতকাল অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পিঠালিপুলে শাহ কদম বোর্ড মিলস, বিসমিল্লাহ ওয়াশ, কাঠেরপুল শিবুমার্কেটের মেসার্স জামিল ডাইং, হাজী মো. আলী ডাইং প্রিন্টিং অ্যান্ড প্রসেসিং মিলস প্রা. লি., আর আর ওয়াশিং ও বেলী ফুড নামের কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জালালউদ্দিন বলেন, কারখানাগুলোতে তরল বর্জ্য পরিশোধনাগার নির্মাণ না করে ড্রেন-খালের মাধ্যমে নদীতে নির্গমন করছে।