জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আবরার ফাহাদ থেকে আবু সাঈদ-মুগ্ধরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন সেই দেশ গড়ে তোলা হবে। শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই এনসিপি রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আবরার ফাহাদের দেখানো বাংলাদেশপন্থি পথ, ভারতীয় আধিপত্যবাদবিরোধী পথ, আগ্রাসনবিরোধী পথেই এনসিপি রাজনীতি করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে নিষিদ্ধ ছাত্রলীগের মারপিটে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে গতকাল সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে পৌঁছান তারা। পরে তারা আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ও মা রোকেয়া খাতুনসহ স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। এর আগে সকালে কুষ্টিয়ার একটি রিসোর্টে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সাইফুল্লাহ হায়দার, আসাদল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী প্রমুখ।