সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার বিকেলে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার হওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামির নাম আবুল কালাম (৩৫)। তিনি সিরাজগঞ্জ শহরের হোসেনপুর খলিফাপাড়ার মৃত চান্দু আলীর ছেলে।
এর আগে, সোমবার রাত সোয়া ১২টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আবুল কামালকে হেরোইনসহ গ্রেফতার করে সদর থানা পুলিশ। ২০২৫ সালের ১৫ এপ্রিল এ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন। রায় হওয়ার পর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ