সিরাজগঞ্জের সলঙ্গায় গতকাল ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু। একই দিন ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক। প্রতিনিধিদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ : সলঙ্গায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সলঙ্গা থানার পুরান বেড়া গ্রামের আবদুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। পুরান বেড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে এনায়েতপুর হাসপাতালে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির ট্রাক অটোরিকশাটি চাপা দেয়। ঝিনাইদহ : কোটচাঁদপুর উপজেলার ডাকাততলায় গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় শফিকুল ইসলাম (২০) নামে একজন নিহত হয়েছেন। নিহত মহেশপুর উপজেলার আজমপুরের সলেমান ইসলামের ছেলে।