নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে বিসিবি আয়োজন করেছে বিশেষ তিন দলের সিরিজ। নারী ক্রিকেটারদের দুই ভাগ করে গড়া হয়েছে নারী লাল দল ও নারী সবুজ দল, আর তাদের প্রতিপক্ষ হিসেবে রাখা হয়েছে অনূর্ধ্ব–১৫ ছেলেদের দল। সিরিজের চতুর্থ ম্যাচে রবিবার বিকেএসপিতে মুখোমুখি হয় নারী লাল দল ও ছেলেদের অনূর্ধ্ব–১৫ দল।
প্রথমে ব্যাট করতে নেমে বড় ধাক্কা খায় নারী লাল দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চেষ্টা করেন পরিস্থিতি সামাল দিতে, করেন দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান। তবে তিনি আউট হতেই একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৪৯ রানে অলআউট হয় নারী লাল দল।
বোলিংয়ে আলো ছড়ান ছেলেদের অ–১৫ দলের সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব। দুজনই নেন সমান তিনটি করে উইকেট। এছাড়া অমিত ও মাহিন তুলে নেন দুটি করে উইকেট।
উল্লেখ্য, চলমান সিরিজে এর আগের ম্যাচেও নারী লাল দলকে বড় ব্যবধানে হারিয়েছিল অনূর্ধ্ব–১৫ দল। বিসিবির আয়োজিত এ সিরিজকে তরুণ ক্রিকেটারদের সঙ্গে নারী ক্রিকেটারদের খেলার অভিজ্ঞতা বিনিময়ের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক