ইরানি বাহিনী দেশটির অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চল সিস্তান-বেলুচিস্তানে অভিযানে ছয় সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে।
শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতরা ইরানের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত এক “সন্ত্রাসী” গোষ্ঠীর সদস্য।
ইরানের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, “সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ছয় হামলাকারী নিহত হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।” তবে প্রতিবেদনে অভিযানের সঠিক স্থান বা সময় উল্লেখ করা হয়নি।
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দু। এ অঞ্চলে মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে।
আইআরএনএ জানিয়েছে, অভিযানে নিহত গোষ্ঠীর “সিয়োনবাদী চরিত্র” সম্পর্কিত নথি উদ্ধার হয়েছে এবং তারা ইরানের পূর্বাঞ্চলে একটি “গুরুত্বপূর্ণ স্থাপনায়” হামলার পরিকল্পনা করেছিল। প্রতিবেদনে বলা হয়, অভিযানে টার্গেট করা “মূল অপারেশন টিমের” সদস্য ছিল “সাতজন অ-ইরানি সন্ত্রাসী”, তবে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
গোলাগুলিতে দুই গোয়েন্দা কর্মকর্তা ও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
ইরান প্রায়ই প্রদেশটিতে পুলিশের ওপর বা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যদের ওপর প্রাণঘাতী হামলার খবর প্রকাশ করে।
শুক্রবার ইরান সরকার নিষিদ্ধ ঘোষণা করা সুন্নি জঙ্গি সংগঠন জইশ আল-আদল (ন্যায়বিচারের সেনা) সিস্তান-বেলুচিস্তানে এক হামলার দায় স্বীকার করে, যাতে পাঁচজন পুলিশ কর্মকর্তা নিহত হন।
এর আগে রবিবার ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনী একই প্রদেশে আরেক সুন্নি জঙ্গি গোষ্ঠী আনসার আল-ফুরকানের সাত সদস্যকে হত্যা করেছে।
শিয়া-অধ্যুষিত ইরানের অন্যতম দরিদ্র এই প্রদেশে সংখ্যাগরিষ্ঠ সুন্নি বেলুচ জনগোষ্ঠীর বসবাস। সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজিম