বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ভূতমারা খাল থেকে কচুরিপানা ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (৭ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে বৃষ্টি উপেক্ষা করে বরগুনা সদর উপজেলার দক্ষিণ মনসাতলী মহাসড়কের পাশে খালের পাড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, ছয়টি গ্রামের প্রায় ১৫ হাজার একর ফসলি জমির পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হচ্ছে ভূতমারা খাল। খালটি দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় কচুরিপানা ও অবৈধ স্থাপনায় খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে একসময় যে জমিতে তিনটি ফসল হতো, এখন সেখানে একটি ফসলও টিকছে না। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।
পানি নিষ্কাশনের জন্য বর্তমানে খালে একটি মাত্র ব্যান্ড স্লুইস রয়েছে, যা কার্যত অকার্যকর। এলাকাবাসীর দাবি, পুরনো স্লুইস ভেঙে তিন চুঙ্গার একটি নতুন স্লুইসগেট নির্মাণ করতে হবে, যেন খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা যায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘ভূতমারা খালটি কখনোই নিয়মিতভাবে খনন করা হয়নি। অথচ এই খালই আমাদের কৃষিজীবনের প্রাণ। যতদিন পর্যন্ত অবৈধ দখলদার উচ্ছেদ এবং খালের কচুরিপানা পরিষ্কার না করা হবে, ততদিন খাল তার জীবন ফিরে পাবে না। আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ চাই।’
মানববন্ধন শেষে এলাকাবাসী বরগুনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বিডি প্রতিদিন/জামশেদ