নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা মধ্যপাড়া এবং মানিকপুর এলাকায় এই দুটি ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৈতনকান্দা মধ্যপাড়ায় ইদ্রিস আলীর ছেলে মো. আরিফের বাড়িতে রাতের আঁধারে ১০ থেকে ১২ জনের মুখোশধারী ডাকাত দল হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর তারা স্বর্ণালঙ্কার, নগদ ৫ হাজার টাকা, বিকাশ একাউন্টে থাকা ৫০ হাজার টাকা, একটি রেডমি স্মার্টফোন, একটি বাটন ফোনসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
একই রাতে পাশের মানিকপুর এলাকায় আবুল হোসেনের ছেলে মো. মনির হোসেনের বাড়িতেও ডাকাতি চালায় ওই দল। সেখান থেকে তারা নগদ ৫ হাজার টাকা, এক ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজিম