বরিশাল রেঞ্জ ডিআইজির আয়োজনে দুই বিভাগের পুলিশ সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে।
শনিবার বিকেলে বরিশাল জেলা পুলিশ লাইন্সে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বরিশাল জেলা পুলিশ দল ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) দল অংশ নিয়েছে।
খেলায় আরআরএফ দল ১-০ গোলে বরিশাল জেলা পুলিশ দলকে হারিয়েছে। খেলা শেষে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম। এ সময় বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল