রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত সংলাপ বয়কট করেছে জামায়াতে ইসলামী। গতকাল দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে দলটির নেতারা যোগ দেননি। তবে আজ তারা সংলাপে যোগ দেবেন বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। গতকাল বেলা ১১টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়। সংলাপে ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে শুরু হওয়া সংলাপে বিএনপিসহ অন্যান্য দলের প্রতিনিধিরা অংশ নিলেও জামায়াতের কোনো প্রতিনিধি অংশ নেননি। কমিশনের পক্ষ থেকে দুই ঘণ্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয়। কিন্তু তারা যোগ দেননি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে থাকেন সংগঠনের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঈদের আগের (৩ জুন) বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও রফিকুল ইসলাম খান। এ বিষয়ে সংলাপে প্রতিনিধিত্বকারী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায়, সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামায়াত। এর প্রতিবাদে জামায়াত সংলাপে যায়নি। সরকার অবস্থান পরিষ্কার করলে জামায়াত পরবর্তী সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে ঐকমত্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জামায়াতে ইসলামী প্রতীকী বয়কট করেছে। আমরা দুপুরের পরে হলেও সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলাম। আশা করছি বুধবার থেকে তারা আবারও অংশ নেবেন। ‘বয়কটের’ কারণ লন্ডনে ইউনূস-তারেক বৈঠক কি না, এ প্রশ্নে তিনি বলেন, ‘আপনারা বুঝে নেন।’ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, সংলাপে জামায়াতে ইসলামী অংশ নেয়নি। এ নিয়ে সংলাপে জানানো হয়েছে যে, তারা প্রতীকী বয়কট করেছে। আমরাও মনে করি একটি-দুটি দলকে প্রাধান্য দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত দিয়ে দিলেন, এটা কেন? নির্বাচন না হওয়া পর্যন্ত কীভাবে বলবেন কোন দল কত বড়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ হয়েছে। বুধবার তারা সংলাপে যোগ দেবেন বলে আশা করি।
শিরোনাম
- মালয়েশিয়া মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে, জানালেন আসিফ নজরুল
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া
- বাড়তি ভাড়া না দেওয়ায় ইবি ছাত্রীকে মারধর, বাস আটক
- দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
- মার্কিন শুল্কের চাপ নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন : আমীর খসরু
- জুলাই পুনর্জাগরণে বুধবার চট্টগ্রামে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’
- তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বাউবি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান: উপাচার্য
- বদলি আদেশ ছিঁড়ে এনবিআরের ১৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত