বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মজুত দিনদিন ফুরিয়ে আসছে। জ্বালানি বিশেষজ্ঞরাও বারবার দেশীয় গ্যাসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের দায়িত্বশীল মহলকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমের গতি বৃদ্ধির তাগিদ দিচ্ছেন। কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ সংশ্লিষ্ট মহলকে এখনো নিতে দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বছরখানেক হয়ে গেলেও এখনো গতিহীন সাগরের তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম। বাংলাদেশ তেল, গ্যাস এবং খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর দায়িত্বশীল সূত্র জানায়, এ কার্যক্রম এখনো পর্যালোচনার পর্যায়েই আছে। সাগরে জ্বালানি অনুসন্ধানের জন্য নতুন করে কবে নাগাদ আবার দরপত্র আহ্বান করা হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকারের জ্বালানি মন্ত্রণলায়। জ্বালানি বিশেষজ্ঞরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বঙ্গোপসাগরে এখনো বিরাট জ্বালানি অনুসন্ধানের সুযোগ আছে। তবে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে বিদেশি কোম্পানি কখনো আসতে চায় না। পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট) প্রকৌশলী মো. শোয়েব গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের ছয়টি দরপত্র বিক্রি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কেউ সাড়া দেয়নি। এ দরপত্রে কেউ কেন সাড়া দেয়নি তা জানতে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট আমরা পেয়েছি। আমরা সেই রিপোর্ট পর্যবেক্ষণ করছি। যাতে করে এ বিষয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারি। আমাদের পরবর্তী টেন্ডারটি যাতে আরও প্রতিযোগিতামূলক করা যায় সে চেষ্টা চলছে। একই সঙ্গে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে এ বিষয়ে আগ্রহী করার জন্যও চেষ্টা চলছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, আমরা এখনো বিষয়টি নিয়ে পর্যালোচনার মধ্যে আছি। সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সাড়া না মেলার কারণ জানতে আমরা তিনটি উৎস থেকে তথ্য নিয়েছিলাম। এর মধ্যে যে আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের থেকে প্রয়োজনীয় তথ্য কিনেছে, তাদের কাছে দরপত্র জমা না দেওয়ার কারণ জানতে চেয়েছি। দ্বিতীয়ত এ খাতে যারা বিশেষজ্ঞ আমরা তাদের কাছেও এ ব্যাপারে মতামত জানতে চেয়েছি। তৃতীয়ত এ বিষয়ে গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সে তথ্যও আমরা সংগ্রহ করেছি। দায়িত্বপ্রাপ্তদের কাছে এগুলো পাঠানো হয়েছে। এরপর এ-সংক্রান্ত কনসালট্যান্টের কাছে এগুলো পাঠানো হয়। এরই মধ্যে একটি সংশোধিত উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) দাখিলের প্রস্তুতি চলছে। এর অনুমোদন পেলে পরবর্তী উদ্যোগে যেতে পারব। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাধারণত আন্তর্জাতিক কোম্পানিগুলোর একটা পরিকল্পনা থাকে, তারা বিশ্বে কখন ও কোথায় কাজ করতে যাবে। আবার কোনো একটি দেশ অস্থিতিশীল থাকলে সেখানে কোনো তেল-গ্যাস কোম্পানি কখনো আসতে চায় না। ধারণা করছি সর্বশেষ ডাকা দরপত্রে এ কোম্পানিগুলোর অংশ না নেওয়ার পেছনে এগুলো সম্ভাব্য কারণ হতে পারে।
শিরোনাম
- ইলন মাস্কের টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার জরিমানা
- যশোরে জুলাই শহীদদের স্মরণে ড্যাব’র ফ্রি মেডিকেল ক্যাম্প
- মির্জাপুরে অপহরণ করে চাঁদা দাবি, নারীসহ গ্রেপ্তার ৬
- ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩
- জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
- যুক্তরাষ্ট্র-রাশিয়া উত্তেজনা: পারমাণবিক সাবমেরিন শক্তিতে কে এগিয়ে?
- ঠাকুরগাঁওয়ে জুলাই আন্দোলনের স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়লেন শহীদদের মায়েরা
- কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
- রায়েরবাজার গণকবরের ১১৪ জুলাই শহীদের মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- গোপালগঞ্জে ৬৪৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- ইউএনও’র স্বাক্ষর জালিয়াতি, পদ হারালেন জামায়াত নেতা
- ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- ১৮তলা থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেল ৩ বছরের শিশু!
- আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- কিয়েভে আবারও ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ৩১
- ৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম
- গাজায় গণহত্যার নিন্দা জানালেন ইসরায়েলি লেখক গ্রসম্যান
- যে কারণে ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ
- রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
- গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে