ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন (সিওআই)। এ গণহত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্য নেতারা উসকানি দিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। সিওআইয়ের প্রতিবেদনটি গতকাল প্রকাশিত হয়েছে। এতে তদন্ত কমিশন বলেছে, গাজায় গণহারে মানুষ হত্যা, ত্রাণ প্রবেশে অবরোধ, জোর করে মানুষকে স্থানচ্যুত করা এবং শিশুদের ক্লিনিক ধ্বংসের বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন তারা। এতে দেখা গেছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। তদন্ত কমিশন জাতিসংঘের সম্পূর্ণ স্বাধীন একটি সংস্থা। এটি জাতিসংঘের হয়ে কোনো কথা বলে না। গাজার গণহত্যা নিয়ে কাজ করায় সংস্থাটিকে ব্যাপক সমালোচনা করেছে ইসরায়েল। তদন্ত কমিশনের প্রধান নাভি পিল্লাই বলেছেন, ‘গাজায় গণহত্যা হচ্ছে এবং গণহত্যা এখনো সংঘটিত হচ্ছে। এসব নৃশংস অপরাধের দায় ইসরায়েলের সর্বোচ্চ নেতাদের ওপর বর্তায়, যারা গত দুই বছর ধরে একটি গণহত্যার ছক কষেছেন। এর বর্তমান নির্দিষ্ট লক্ষ্য হলো গাজার ফিলিস্তিনিদের ধ্বংস করা।’ এদিকে, দখলদার ইসরায়েল জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া তদন্ত কমিশনকে বিলুপ্তের দাবিও জানিয়েছে তারা। অপরদিকে, ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি সেনারা গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে স্থল হামলা শুরু করেছে। ঠিক এ সময় তদন্ত কমিশন ইসরায়েলের গণহত্যার প্রতিবেদন প্রকাশ করল। উল্লেখ্য, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি বাসিন্দা। ইসরায়েলের বর্বর হামলার কারণে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। ইসরায়েলের অবরোধের কারণে গাজার বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষও দেখা দিয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান।
শিরোনাম
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
প্রকাশ:
০০:০০,
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০২:২৫,
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘের প্রতিবেদন
অবরুদ্ধ গাজায় বর্বর গণহত্যায় ইসরায়েল
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর