জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বদলি, বহিষ্কার, বাধ্যতামূলক অবসর আতঙ্ক কাটছেই না। কয়েক মাস ধরে এ আতঙ্ক চলছে। সর্বশেষ গতকাল ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এ ছাড়া দুদকের মামলায় কারাগারে থাকায় গাজীপুর কর অঞ্চল-৪ এর এক কর পরিদর্শককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে গত সোমবার ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করা হয়। এক যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এক কর পরিদর্শককে। এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা যায়। এনবিআর-এর দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন-৩) তানভীর আহম্মেদ স্বাক্ষরিত দুই প্রজ্ঞাপনে ৫৫৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলির তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে অবিলম্বে এ আদেশ জারি হবে।
এদিকে গাজীপুর কর অঞ্চল সার্কেল-৪ এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে দুদকের মামলায় কারাগারে থাকায় সাময়িক বরখাস্ত করেছে এনবিআর। গতকাল এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর কর অঞ্চল সার্কেল-৪ এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে দুদকের মামলায় কারাগারে থাকায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট কর কমিশনারের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যুক্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।