লিবিয়ার মিসরাতা প্রদেশের দাফনিয়া এলাকায় একটি মানব পাচার চক্রের ঘাঁটিতে অভিযান চালিয়ে ২৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টাস্ক ফোর্স। ঘাঁটিতে অবৈধ অভিবাসনের জন্য নৌকা তৈরি করা হচ্ছিল। রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে এ ঘাঁটির অবস্থান। গত রবিবার বিশেষ এই বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দীর্ঘদিন ধরে ওই ঘাঁটির ওপর নজর রাখা হচ্ছিল। এরপর অভিযান চালিয়ে অবৈধ অভিবাসনের জন্য প্রস্তুত করা একাধিক নৌকাসহ ঘাঁটির ভিতর থেকে কিছু নিষিদ্ধ সামগ্রীও উদ্ধার করা হয়। মানব পাচারের এই কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ২৫ জন বাংলাদেশিকে ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। আটক ব্যক্তি এবং জব্দ সামগ্রী মিসরাতার প্রধান পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে লিবিয়া সাব-সাহারান আফ্রিকা থেকে ইউরোপে মানব পাচারের একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
সেখানকার রাজনৈতিক ও নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে মানব পাচারকারীরা বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে, যার ফলে প্রায়শই নৌকাডুবি বা নানা ধরনের শোষণ ও বঞ্চনার মতো ঘটনা ঘটে।