সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানে দুই সোনার পদক জয় করে সাড়া ফেলে দিয়েছেন চীনের কিন হেইয়াঙ। ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৭.৪১ সেকেন্ড টাইমিং করে সোনার পদক জয় করেছেন তিনি। পরাজিত করেছেন জাপানের ইপেই ওয়াতানাবেকে (২ মিনিট ৭.৭০ সেকেন্ড)। এর আগে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৫৮.২৩ সেকেন্ড টাইমিং করে সোনার পদক জয় করেন কিন হেইয়াঙ। ১০০ মিটারে পরাজিত করেছেন ইতালির নিকোলোকে (৫৮.৫৮ সেকেন্ড)।
২০২৩ সালেও ১০০ ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জয় করেন কিন।