স্প্যানিশ লা লিগায় বড় জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ভ্যালেন্সিয়াকে ঘরের মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। রীতিমতো প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচে ফারমিন লোপেজ, রাফিনহা ও বরার্ট লেবানডস্কি দুবার করে জালের দেখা পেয়েছেন। গত সপ্তাহে রায়ো ভ্যালেকানোর কাছে পয়েন্ট হারিয়েছিল কাতালান ক্লাবটি। পাশাপাশি দলের অন্যতম তারকা লামিনে ইয়ামালের ইনজুরি থাকায় এ ম্যাচ নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন সমর্থকরা। সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছিল ভ্যালেন্সিয়ার রক্ষণভাগ। ম্যাচে মূল একাদশের কয়েকজনকে বেঞ্চেই রেখেছিলেন কোচ ফ্লিক। তাতে অবশ্য কাতালানদের খেলায় খুব বেশি প্রভাব পড়েনি। তবে ম্যাচের প্রথমার্ধে বেশ খানিকটা সময় ভ্যালেন্সিয়া বার্সাকে গোল করা থেকে দূরে রাখে। প্রথমার্ধের ২৯ মিনিটে গোল পেয়ে যান মিডফিল্ডার ফারমিন লোপেজ। তবে বিরতির পর ভ্যালেন্সিয়ার সব প্রতিরোধ ভেঙে পড়ে। এ সময় একের পর এক গোল হজম করে দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি নামেন রাফিনহা। সেই সুবাদে ভ্যালেন্সিয়ার ওপর আরও বেশি আগ্রাসি হয়ে ওঠে বার্সা। ম্যাচের ৫৩ থেকে ৬৬ মিনিটের মধ্যে আরও ৩ গোল আদায় করে নেয় তারা। ৬৮ মিনিটে রবার্ট লেবানডস্কি মাঠে নেমে আরও দুই গোল করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এ জয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের বাহিনী। চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে শীর্ষে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক