আগের ম্যাচে বাংলাদেশকে সহজভাবে হারালেও এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। প্রতিপক্ষ হংকং প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৪৯ রান তুলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, যা একেবারে মামুলি বলা যাবে না। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা জিতেছে ঠিকই, তবে হংকং তাদের কাঁপিয়ে দিয়েছিল। ৬ উইকেট ফেলেও দিয়েছিল। ১৮.৫ ওভারে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। এদিকে গতকাল আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ওমানকে ৪২ রানে হারায় আরব আমিরাত। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওমানের অধিনায়ক যতীন্দর সিং। কিন্তু আমিরাত প্রথম ব্যাট করতে নেমে ওমানের বোলারদের রীতিমতো শাসন করতে থাকে। দুই ওপেনার আলিশান শারাফু ও মুহাম্মদ ওয়াসিম ৬৬ বলে ৮৮ রানের জুটি গড়েন। শারাফু ফেরার আগে ৩৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলেন। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন ওয়াসিম। ৫৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ইনিংস সাজান তিনি। এ ছাড়া জাহাইব ২১ ও কৌশিকের ১৯ রানে ভর করে ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ পায় আমিরাত। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক যতীন্দর সিং শুরুটা ভালো করলেও পরের চার ব্যাটার ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। যতীন্দর ১০ বলে ২০ রান করেন। এ ছাড়া আরিয়ান ২৪, শুক্লা ২০ রান করেন। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৩০ রানে থেমে যায় ওমানের ইনিংস।