ক্যাপিটাল ড্রামাতে এবারও সাফল্য দেখাচ্ছে ৩১ জুলাই প্রচারিত ‘দেরি করে আসবেন’ নাটকটি। এটি প্রচারের প্রথম ১৭ ঘণ্টায় অভাবনীয় সাড়া ফেলে ১ লাখ ৭০ হাজার ভিউর ঘরে পৌঁছেছে। গতকাল দুপুর ১২টা পর্যন্ত এ নাটকের সাবসক্রাইব হয় ১ লাখ ৬৪ হাজার। আর একই সময় লাইক পড়েছে ২৫ হাজার। এর আগেই ক্যাপিটাল ড্রামাতে অবমুক্ত হওয়া জাকারিয়া সৌখিনের নির্মাণে অপূর্ব-তাসনিয়া ফারিণ জুটির ‘প্রিয় প্রজাপতি’, মাহমুদুর রহমান হিমির পরিচালনায় জোভান-নাজনীন নিহার ‘মিথ্যে প্রেমের গল্প’, হাসিব হোসাইন রাখীর নির্মাণে তৌসিফ মাহবুব-তানজিম তটিনীর ‘চলো হারিয়ে যাই’ এবং রুবেল হাসানের নির্মাণে মুশফিক আর ফারহান-কেয়া পায়েলের ‘অনেকদিন পরে’ নাটকগুলো বিপুল ভিউসহ ইউটিউব ট্রেন্ডিংয়ের ঘরে স্থান করে নেয়। নাটকগুলো ব্যাপক সফলতা পায় ও দর্শকপ্রিয় হয়। সেই ধারাবাহিকতায় এবার সাফল্যে ভাসছে ‘দেরি করে আসবেন’ নাটকটিও। এ নাটকের পাত্র-পাত্রীরা হলেন- ছোটপর্দার রোমান্টিক নায়কখ্যাত অপূর্ব। তাঁর বিপরীতে রয়েছেন সাদিয়া আয়মান। বসুন্ধরা হাউজিং নিবেদিত ক্যাপিটাল ড্রামাতে প্রচারিত এ জুটির এটি প্রথম একসঙ্গে অভিনয়। মুরসালিন শুভর গল্প ও পরিচালনায় এবং মানব মিত্রের চিত্রনাট্য ও সংলাপে নির্মিত এ নাটকে আরও রয়েছেন সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, মুহাম্মাদ আবু রাজিন, আবিরসহ অনেকে। নাটকটির চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্ত, কস্টিউম ডিজাইনে সামিয়া ইলহাম চন্দ্র, আর্ট ডিরেকশনে মোমো রাখাইন। এটির প্রধান অ্যাসিসট্যান্ট ডিরেক্টর এ বি মামুন, লাইন প্রডিউসার আবির, মেকআপ জুয়েল, পোস্টার ডিজাইনে নাহিদ হোসেন, ফটোগ্রাফিতে অপূর্ব অভি এবং অ্যাসিসট্যান্ট ডিরেক্টর মানব মিত্র। এ নাটকে একটি গান রয়েছে; যেটির রচয়িতা, সুরকার, সংগীত ও ভোকালে রাগীব স্বাগত। নাটকটির প্রযোজনায় আনোয়ারুল আলম সজল। এদিকে এমন গল্পের একটি নাটকে কাজ করতে পেরে উচ্ছ্বসিত অপূর্ব বলেন, ‘দেরি করে আসবেন’ নামটা শুনেই আমার কেমন যেন একটা কৌতূহল তৈরি হয়েছিল। যখন গল্পটা প্রথম শুনি, বুঝে যাই এটা সাধারণ গল্প নয়। প্রতিটা দৃশ্য, প্রতিটা আবেগ খুব বাস্তবভাবে ধরা পড়েছে। চিত্রনাট্য ও সংলাপ সত্যিই সুন্দর, সংবেদনশীল আর খুবই বাস্তব ঘরানার। সব মিলিয়ে বলব, এ কাজটা আমার নিজের খুব কাছের একটা কাজ হয়ে থাকবে। সাদিয়া আয়মান বলেন, ‘গল্পটা প্রতিটি মানুষের সঙ্গে মিলে যাওয়ার মতো। যা প্রত্যেক মানুষের সঙ্গে ঘটে। খুবই সুন্দর, সহজ ও পরিচ্ছন্ন গল্প। এমন একটি দারুণ গল্প ও চরিত্রে কাজ করতে পেরে ভালো লাগছে।’ এদিকে হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল বলেন, ‘ক্যাপিটাল ড্রামায় এ জুটির প্রথম কাজ। যদিও এর আগে অপূর্ব ভাইয়ের ‘প্রিয় প্রজাপতি’ ক্যাপিটাল ড্রামায় রিলিজ হয়েছিল এবং ব্যাপক সাড়া ফেলেছিল। তবে ক্যাপিটাল ড্রামাতে সাদিয়ার প্রথম কাজ এটি। অপূর্ব-সাদিয়া জুটির এ কাজটি দর্শকপ্রিয়তা পাওয়ায় আমি গর্বিত। প্রযোজক আনোয়ারুল আলম সজলও ‘দেরি করে আসবেন’ নাটকটির সাফল্যে উচ্ছ্বসিত।
শিরোনাম
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি
- বুয়েটের সঙ্গে জিপিএইচ ইস্পাতের সমঝোতা স্মারক সই
- মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটদান নিয়ে মতবিনিময় সভা
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প