কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্তে তার সরকার ‘হতাশ’ হয়েছে। শুক্রবার এ কথা বলেন তিনি।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, এক নির্বাহী আদেশে ট্রাম্প এই শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করেন। তবে ২০২০ সালে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি (ইউএসএমসিএ)-র আওতায় থাকা অনেক পণ্য এই নতুন হারে শুল্কের বাইরে থাকবে।
ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি বিশ্ব বাণিজ্যব্যবস্থা পুনর্গঠনের অংশ হিসেবে বহু দেশের ওপর নতুন করে ব্যাপক শুল্ক আরোপ করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটনের অভিযোগ, কানাডা ফেন্টানিলসহ অন্যান্য মাদকদ্রব্যের প্রবাহ ঠেকাতে “সহযোগিতা করতে ব্যর্থ” হয়েছে। যদিও কানাডীয় সরকার জানিয়েছে, তারা মাদকচক্র দমনে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি (ইউএসএমসিএ) থাকায় কানাডা থেকে বেশিরভাগ পণ্যের আমদানিতে নতুন এই শুল্ক প্রযোজ্য হবে না।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক কাঠ, স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ি শিল্পে মারাত্মক প্রভাব ফেলবে।
যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাবে কার্নি বলেন, কানাডা থেকে আসা ফেন্টানিল যুক্তরাষ্ট্রে মোট আমদানির মাত্র ১ শতাংশ এবং এই চোরাচালান কমাতে কানাডা দীর্ঘদিন ধরে জোরালোভাবে কাজ করছে। সূত্র: বিবিসি, রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম