জমে উঠেছে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্ট। এবার ওভালেও রোমাঞ্চকর ম্যাচের আভাস দিচ্ছে ইংল্যান্ড ও ভারত। প্রথম ইনিংসে গাস অ্যাটকিনসনের গতিতে উড়ে যায় ভারত। পাল্টা আক্রমণে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার তাণ্ডবে দ্বিতীয় দিনেই ২৪৭ রানে অলআউট ইংলিশরা। মাত্র ২৩ রানের লিড পায় অলি পোপের দল। শেষ বিকালে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে রাহুল ও সুদর্শনের উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৭৫ রান। জয়সওয়াল ৫১ ও আকাশ দ্বিপ ৪ রানে অপরাজিত আছেন। এর আগে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে ওভাল টেস্টের প্রথম ইনিংসে ২২৪ রানে গুটিয়ে যান শুভমান গিলেরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন করুণ নায়ার। প্রথম ইনিংসে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান তিনি। বাকিদের মধ্যে সর্বোচ্চ রান সুদর্শনের (৩৮ রান)। ইংল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করেছেন গাস অ্যাটকিনসন। তিনি ৩৩ রানের খরচে ৫ উইকেট শিকার করেন। এ ছাড়া জশ টঙ ৫৭ রানে ৩ উইকেট নেন।
জবাবে সিরাজ ও কৃষ্ণার বোলিংতাণ্ডবে ইংল্যান্ডও ৫১.২ ওভারে গুটিয়ে যায় ২৪৭ রানে। জ্যাক ক্রাউলি ৫৭ বলে ৬৪ রান করেন। তাঁকে সাজঘরে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা। বেন ডাকেট ৪৩ রান করেন ৩৮ বলে। আকাশদীপের বলে ধ্রুবকে ক্যাচ দিয়ে উইকেট ছাড়েন ডাকেট। সিরাজের শিকারের আগে জো রুট করেন ২৯ রান। এ ছাড়া হ্যারি ব্রুক খেলেন ৬৪ বলে ৫৩ রানের ইনিংস। সিরাজ ৮৬ রানে ও কৃষ্ণা ৮০ রানে ৪টি করে উইকেট তুলে নেন। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। ওভাল টেস্টে ড্র করতে পারলেই ট্রফি জিতবে ইংল্যান্ড। অন্যদিকে সিরিজ অন্তত ড্র করতে হলেও এ ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের।