এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লিটন দাসের দল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ভুগে বড় ব্যবধানে হেরে বসে টাইগাররা। তবুও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি বাংলাদেশ, সুপার ফোরে যেতে হলে এখন আফগানিস্তানকে হারানো ছাড়া আর কোনো পথ নেই।
এই সমীকরণের মাঝেই দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানালেন তার আত্মবিশ্বাসের কথা। তার মতে, খেলোয়াড়দের মানসিকতা বা মাইন্ডসেট বদলাতে পারলেই পরিবর্তন আসবে পুরো পারফরম্যান্সে।
মুশতাক বলেন, “সুপার ফোরে যেতে এখনও আত্মবিশ্বাসী। বিশ্বাস রাখতে হবে। এটা কঠিন, তবে পরের ম্যাচে মনোযোগ রেখে নিজেকে শক্ত রাখতে হবে।”
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ব্যাটিং লাইনআপ ছিল নাজুক। সেই ব্যর্থতা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্টও। তবে মুশতাকের মতে, ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি মানসিক প্রস্তুতিটাও সমান জরুরি। বিশেষ করে আফগানিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণের বিপক্ষে পরিকল্পনা ঠিক করেই মাঠে নামতে হবে।
তিনি বলেন, “ওদের স্পিনের বিপক্ষে কাউন্টার অ্যাটাক করে রান তুলতে পারলে ভালো হবে। মিডল অর্ডার এখানে খুব গুরুত্বপূর্ণ। রিশাদ কখনো কখনো অনেক কিছু একসাথে করতে গিয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলে। এটা নিয়ে তার সঙ্গে আলোচনা করা দরকার।”
মুশতাক আরও যোগ করেন, “ওদের স্পিনাররা অভিজ্ঞ, তবে আমাদের স্পিনাররাও মিডল ওভারে অনেক ম্যাচ জিতিয়েছে। এখন মাঠে সেটা কাজে লাগাতে হবে।”
সম্প্রতি নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেও দেখা গেছে, টসে জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। এ নিয়ে সমালোচনা থাকলেও মুশতাক বলছেন,“আমাদের বোলিং বিভাগ শক্তিশালী বলেই আগে ফিল্ডিং নেওয়ার প্রবণতা বেশি।”
সবশেষে মুশতাক আহমেদ বলেন, “পারফরম্যান্সে উন্নতির চেয়েও বড় পরিবর্তন আনতে হবে মানসিকতায়। মাইন্ডসেট বদলাতে হবে, বিশ্বাস রাখতে হবে। এটা পারলে এই দল যেকোনো বড় দলের বিপক্ষেও দাঁত কামড়ে লড়তে পারবে।”
বিডি প্রতিদিন/মুসা