টেস্ট ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো রুট এবার তার অর্জনের তালিকায় যুক্ত করেছেন দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সম্প্রতি ইংল্যান্ডে ঘরের মাঠে টেস্টে সর্বোচ্চ রান করার রেকর্ডে সাচিন টেন্ডুলকারকে পিছনে ফেলে রুট শীর্ষে উঠে এসেছেন। ইংল্যান্ডে তার রান এখন ৭ হাজার ২২০, যা ভারতের টেন্ডুলকারের ৭ হাজার ২১৬ রানের থেকে বেশ কয়েক রানে বেশি। এই তালিকায় তৃতীয় স্থানে নাম নেমেছে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যানের।
অন্যদিকে, রুট হলেন প্রথম ব্যাটসম্যান হিসেবে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্টে ২ হাজার রান করার কীর্তি গড়া ক্রিকেটার। এই সিরিজে তার দেশের মাঠে ভারতের বিপক্ষে রান এখন ২ হাজার ৬।
তবে ওভাল টেস্টের প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি রুট। শুক্রবার তিনি মাত্র ২৯ রানে আউট হন মোহাম্মদ সিরাজের হাতে। এলবিডব্লিউ হওয়া রুট রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। এই ইনিংসে তিনি ৪৫ বল খেলে ৬টি চার মেরে ২৯ রান করেন।
এদিকে, এই রেকর্ড গুলোর পাশাপাশি রুটের সামনে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের ৭ হাজার ৫৭৮ রান করা ঘরের মাঠের সর্বোচ্চ রানের রেকর্ড টপকানোর সুযোগও রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা