ওভালে ইংল্যান্ড ও ভারতের শেষ টেস্টের দ্বিতীয় দিনে চলেছে উইকেট পতনের উৎসব। এ দিন সবমিলিয়ে মোট ১৬টি উইকেট হারিয়েছে দুই দল। বোলারদের সাফল্যের দিনে প্রথম ইনিংসে বড় লিড নিতে পারেনি ইংল্যান্ড। তাই দিন শেষে এগিয়ে গেছে ভারত। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হাতে রেখে ৫২ রানের লিড পেয়েছে শুভমান গিলের দল।
এদিন ২২৪ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ইংল্যান্ড ছোট লিড নিয়ে ২৪৭ রানে অলআউট হয়। জবাবে ভারত ২ উইকেট হারিয়ে ৭৫ রান করে এগিয়ে থেকে শুক্রবারের খেলা শেষ করেছে।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ২০৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। করুণ নায়ার দিনের তৃতীয় ওভারে ৫৭ রানে জশ টাংয়ের শিকার হন। টানা দুই ওভারে বাকি তিন উইকেট তুলে নেন গাস অ্যাটকিনসন। ৫.৪ ওভারে এদিন ২০ রানে শেষ চার উইকেট হারায় ভারত। বল হাতে ২১.৪ ওভারে ৩৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন অ্যাটকিনসন।
সকালের ঝড় ভারতকে ভোগালেও ইংল্যান্ড শক্ত হাতে প্রথম সেশনের বাকি সময় সামলায়। ওপেনিং জুটিতে ৯২ রান তোলেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। আকাশ দীপ ৪৩ রানে ডাকেটকে ফেরান।
১৬ ওভারে এক উইকেট হারিয়ে ১০৯ রানে লাঞ্চ বিরতিতে যায় ইংল্যান্ড। দ্বিতীয় সেশনে ভারতীয় বোলারদের দাপট। প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজের বোলিং তোপে চা বিরতিতে ৭ উইকেটে ২১৫ রান করে ইংল্যান্ড। ক্রলির ৬৪ রানের পর হ্যারি ব্রুকের হাফ সেঞ্চুরিতে লিড নিতে সফল হয় স্বাগতিকরা। ৬৪ বলে ৫৩ রান করেন তিনি। শেষ সেশনে ৩২ রানে শেষ তিন উইকেট হারায় ইংলিশরা।
সিরাজ ও প্রসিধ চারটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডকে বড় লিড নিতে দেননি।
২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ভারত ওপেনিং জুটিতে লিড নেয়। লোকেশ রাহুল (৭) বিদায় নেন ৪৬ রানের জুটি গড়ে।
আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ফিফটিতে ভারতকে এগিয়ে নিতে থাকেন। তার সঙ্গে সাই সুদর্শন (১১) মাত্র ২৪ রানের জুটি গড়েন। ৪৯ বলে ৭ চার ও ২ ছয়ে ৫১ রানে অপরাজিত জয়সওয়াল। নাইটওয়াচম্যান আকাশ ৪ রানে খেলছেন।
বিডি প্রতিদিন/কেএ