জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘একটা আন্দোলন করা অনেকটা সহজ, কিন্তু সফল আন্দোলনের পর গঠনমূলক পলিসি নিয়ে দেশকে নেতৃত্ব দেওয়া কঠিন। কয়েকজন লোক মিলে একটি বাড়ি দ্রুত ভাঙতে পারবে। কিন্তু একটি বাড়ি নির্মাণ করতে দক্ষ প্রকৌশলী দরকার।’ গতকাল রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘দেশে প্রতিদিন খুন-ধর্ষণ-চাঁদাবাজির মহোৎসব চলছে। এর মধ্যে চলছে রাজনৈতিক অস্থিরতা। সাধারণ মানুষ আজ দিশাহারা। মানুষের জানমালের নিরাপত্তা নাই। মানুষকে আশাভরসা দেওয়ার মতো রাজনৈতিক দল একমাত্র জাতীয় পার্টি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর ঐক্য করে জাতীয় পার্টিকে পরিচালিত করব। আমরা কোনো একক নেতৃত্বে বিশ্বাসী নই। আগামী দিনে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টি পরিচালিত হবে যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে। যেখানে থাকবে তৃণমূলের মতামতের প্রাধান্য।’
সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, মো. মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, নাসরিন জাহান রত্না, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।