ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বেড়েছে ঝোপঝাড়। পরিচ্ছন্নতার অভাবে যেন বিষধর সাপের অভয়ারণ্যে পরিণত হয়েছে ক্যাম্পাসটি। আবাসিক হল, রাস্তাঘাটসহ ক্যাম্পাসজুড়ে দেখা মিলছে বিষধর সাপের। ইতোমধ্যে কয়েকটি গোখরা, কালকেউটেসহ ৫০টির অধিক সাপ মেরেছেন শিক্ষার্থীরা। এতে আবাসিক হলসহ রাস্তাঘাটে চলাচল অনেকটা বিপজ্জনক হয়ে পড়েছে। অ্যান্টিভেনমের ব্যবস্থা না থাকায় আতঙ্কিত হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। কার্বলিক অ্যাসিডসহ বৈজ্ঞানিকভাবে সাপের প্রতিরোধ ব্যবস্থার দাবি তুলেছেন শিক্ষার্থীরা। জানা যায়, ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক ভবন, একাডেমিক ভবন ও হল এলাকায় পাতি কাল কেউটে, কালাচ বা দেশি কালাচ, পদ্ম গোখরা ও খৈয়া গোখরা সাপের দেখা মিলছে। গত এক মাসে প্রায় অর্ধশতাধিক সাপ মারা হয়েছে বলে জানা গেছে। যা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন করে তুলেছে। মেডিকেলে সাপে কাটার চিকিৎসা না থাকায় আরও বেশি আতঙ্কিত তারা। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মেডিকেলে সাপে কাটার প্রাথমিক চিকিৎসা ব্যতীত অ্যান্টিভেনম ব্যবহারের অনুমোদন নেই বলে জানিয়েছেন চিফ মেডিকেল অফিসার। অ্যান্টিভেনম ব্যবহারে অভিজ্ঞ চিকিৎসক এবং সাপোর্টিভ চিকিৎসা না থাকায় ইবির চিকিৎসা কেন্দ্রে অ্যান্টিভেনম ব্যবহার করা হয় না বলে জানান তিনি। শিক্ষার্থীদের দাবি, মেডিকেলে অ্যান্টিভেনম রাখা এবং তা প্রয়োগ করার স্পেশালিস্ট নিয়োগ, ঝোপঝাড় পরিষ্কার ও ক্যাম্পাসের ড্রেনেজব্যবস্থা উন্নীতকরণ করা। হলের আবাসিক হলের শিক্ষার্থী পারভেজ আহমেদ রবিন বলেন, ‘ক্যাম্পাসে পা বাড়ালেই সাপের আতঙ্ক। যেখানে-সেখানে দেখা মিলছে গোখরা, কেউটে ও কালাচসহ নানা বিষধর সাপ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় সাপের দংশনে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।’ প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আবদুল গফুর গাজী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে অ্যান্টিভেনমের ব্যবস্থার জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া আবাসিক হলসমূহে কার্বলিক দেওয়ার ব্যবস্থা করা হবে।’ বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘বিষাক্ত সাপের দংশন ছাড়া অ্যান্টিভেনম দেওয়া হলে রোগী মারাও যেতে পারে। কার্ডিয়াক সাপোর্টসহ বিভিন্ন টেস্ট শেষে অ্যান্টিভেনম ব্যবহার করতে হয়।’ উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় মেডিকেলে অ্যান্টিভেনম এবং এর এক্সপার্ট নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’
শিরোনাম
- যুক্তরাষ্ট্রের টেনেসিতে ভয়াবহ বিস্ফোরণে নিখোঁজ ১৮, সবার নিহতের শঙ্কা
- মেক্সিকোতে এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি, ২৭ জনের মৃত্যু
- সোমবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস
- ‘ভারতীয় মদদপুষ্ট’ ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
- শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০
- জার্মান ঝড়ে উড়ে গেল লুক্সেমবার্গ
- ভেনেজুয়েলাকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
- আজারবাইজানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে এক পা ফ্রান্সের
- চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
- নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- সরকার ঘোষিত তারিখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে : ধর্ম উপদেষ্টা
- আলোচনা ছেড়ে অভিনয়ে মিষ্টি জান্নাত
- তদবিরেও মেলে না ময়নাতদন্ত রিপোর্ট
- চট্টগ্রামে পুলিশের অভিযানে ১৩ অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের
- সম্পর্ক জোরদারে কাবুলে ফের দূতাবাস খুলছে ভারত
- রাজধানীতে প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী আটক
- আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মাগুরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইবির ক্যাম্পাসজুড়ে বিষধর সাপ, আতঙ্ক
রাকিব হোসেন, ইবি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর