অপহরণের প্রায় ৬৮ ঘণ্টা পর মুক্তি পেয়েছে নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে অপহৃত শিশু বাপ্পি (৭)। শুক্রবার রাতে তাকে মুক্তি দেয় অপহরণকারীরা। এদিকে, অপহরণের সঙ্গে জড়িত এক তরুণকে আটক করেছে পুলিশ।
এর আগে, মঙ্গলবার রাতে ৫-৬ জন মুখোশধারী ব্যক্তি সৌদি প্রবাসী সাবুল কাদেরের বাড়িতে এসে দরজা ভেঙে অস্ত্র উঁচিয়ে তার শিশুপুত্রকে তুলে নিয়ে যায়। পরদিন অপহরণকারীরা শিশু বাপ্পিকে ফিরিয়ে দিতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
শুক্রবার রাত সাড়ে নয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বান্দরবান জেলা পুলিশ জানায়, অব্যাহত অভিযানের মুখে অপহরণকারীরা ওই শিশুকে ছেড়ে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করীমের সই করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান চলাকালে রুহুল আমিন (২০) নামে অপহরণকারী দলের এক সদস্যকে আটক করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ির স্থানীয় সূত্রগুলো জানায়, সবশেষ ২ লাখ টাকায় শিশু বাপ্পিকে মুক্তি দিতে সম্মত হওয়ার পরই বাইশারী ইউনিয়নের মশলা বাগান এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় শিশু বাপ্পির মা শুক্রবার সন্ধ্যায় ২ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের ইঙ্গিত দেন।
বিডি প্রতিদিন/কেএ