ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন খামিস আইয়াদ নামের একজন মার্কিন নাগরিক। এ ঘটনায় তদন্ত শুরু করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে আবেদন করছে তার পরিবার।
বৃহস্পতিবার রামাল্লার উত্তরে সিলওয়াদ শহরে নিহত ৪০ বছর বয়সী খামিস আইয়াদ মারা যান।
শুক্রবার তার স্বজনরা জানান, খামিস একজন আমেরিকান নাগরিক ছিলেন।
খামিস পাঁচ সন্তানের জনক এবং শিকাগোর সাবেক বাসিন্দা। জুলাই মাসে পশ্চিম তীরে নিহত দ্বিতীয় মার্কিন নাগরিক তিনি। এর আগে একই মাসে সিনজিল শহরে ইসরায়েলি সেনারা ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসাল্লেতকে পিটিয়ে হত্যা করে।
নিহত ৪০ বছর বয়সী খামিসের চাচাতো ভাই মাহমুদ ইসার জানান, বৃহস্পতিবার ভোররাতে বসতি স্থাপনকারীরা তাদের বাড়ির বাইরে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। পরে খামিস আগুন নেভানোর জন্য জেগে ওঠেন। কিন্তু তারপর ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে এসে তার দিকে টিয়ার গ্যাস ছুড়তে শুরু করে।
পরিবারের বিশ্বাস, খামিদ টিয়ার গ্যাস এবং জ্বলন্ত গাড়ির ধোঁয়া থেকে সৃষ্ট শ্বাসকষ্টে মারা গেছেন।
খামিসের স্বজনদের পাশে দাঁড়িয়ে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের শিকাগো চ্যাপ্টারের অপারেশনস কো-অর্ডিনেটর উইলিয়াম আসফোর এই হত্যাকাণ্ডকে খুন বলে বর্ণনা করেছেন।
আসফোর বলেন, আমরা বিচার বিভাগ থেকে একটি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। একজন আমেরিকান নাগরিককে হত্যা করা হয়েছে। কিন্তু এর জবাবদিহি কোথায়?
সূত্র : আল জাজিরা
বিডি প্রতিদিন/কেএ