ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

আজকের পত্রিকা

সরাইলে শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারী ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় কর্মমুখী সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান ইসমাইল হাসান বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম।

বিশেষ অতিথি ছিলেন সরাইলের সদর উপজেলার ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল, সৈয়দটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা ইয়াসমিন ও চুন্টা বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী ওয়াস্তি প্রমুখ।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম, কাজি, শিক্ষক-শিক্ষিকা, সমাজসেবীসহ ৫৫ জন অংশগ্রহণ করেন। কর্মশালাটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও কর্মমুখী সমাজকল্যাণ সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত হয়েছে। 

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর