১৪ মে, ২০২৪ ২১:১৫

বন্য হাতির আক্রমণে আতঙ্কিত মানুষকে রক্ষায় সরকার নির্বিকার : প্রিন্স

অনলাইন প্রতিবেদক

বন্য হাতির আক্রমণে আতঙ্কিত মানুষকে রক্ষায় সরকার নির্বিকার : প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বন্য হাতির আক্রমণে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কে দিনযাপন করছে। তাদের জান-মালের নিরাপত্তা নাই। সরকার নির্বিকার। ঘটনা ঘটলে লোকদেখানো দৌড়-ঝাপ, আশ্বাস ও কিছু অনুদানের মধ্যেই সরকারের কাজ সীমাবদ্ধ।

ভারত থেকে আসা বন্য হাতির আক্রমণ থেকে সীমান্তবর্তী এলাকার মানুষের জান-মাল রক্ষায় কার্যকর এবং বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তবর্তী ভূবনকূড়া ইউনিয়নের বানাইচিরিঙ্গি পাড়া গ্রামে বন্য হাতির আক্রমণে নিহত কৃষক আলতাফ উদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করে  সমবেদনা জানিয়ে এসব কথা বলেন প্রিন্স। এ সময় তিনি বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। 

এ সময় তিনি আরও বলেন, সরকারের ব্যর্থতায় সীমান্ত আজ অরক্ষিত ও অনিরাপদ। সরকার সীমান্তে হত্যা, বন্য হাতির আক্রমণ এবং চোরাচালান বন্ধ ও প্রতিবাদও করতে পারছে না। এসব সরকারের নতজানু ও তাঁবেদারি নীতির বহিঃপ্রকাশ

উল্লেখ্য, গতকাল সোমবার ভোরে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকার ধোপাজুরিতে বন্য হাতির আক্রমণে আলতাফ উদ্দিন মারা যায়। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর