দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। দায়িত্ব নেওয়ার মাত্র ১১ মাসের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে। ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘যেহেতু বাংলাদেশ ব্যাংক তাঁকে বোর্ডে মনোনয়ন দিয়েছিল, তাই তিনি পদত্যাগপত্র গভর্নরের কাছে জমা দিয়েছেন।’ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ৩ জুলাই তাঁকে ডেকে পদত্যাগ করতে বলেন। এর মধ্যে ১৫ জুলাই ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
পরদিন ইসলামী ব্যাংকে বিএফআইইউর একটি টিম অভিযান চালিয়ে ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। তাঁর ব্যাংক থেকে প্রাপ্ত সুবিধা, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে ব্যাংকের অর্থ ব্যবহার করেছেন কি না, করলে কোন খাতে ব্যয় করেছেন এসব বিষয়েও তথ্য চাওয়া হয়।
রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর নিয়োগের পেছনে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ ভূমিকা ছিল।