গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ মুক্ত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। গতকাল ফরিদপুরে পথসভায় তারা এ ঘোষণা দেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ হামলার বিচার না করা হলে সারা দেশ থেকে নেতা-কর্মীদের নিয়ে মার্চ ফর গোপালগঞ্জ কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচিতে গোপালগঞ্জের মাটি ও মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করেই ছাড়ব।’
নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও ডেভিলরা তাদের আশ্রয়কেন্দ্র বানিয়েছে। ৫ আগস্টের পরে আমরা বলেছিলাম সন্ত্রাসীদেরও মানবাধিকার রয়েছে। আমরা বিশ্বাস করি বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগকে গ্রেপ্তার করা হবে।
বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখছি তারা গ্রেপ্তার হচ্ছে না। গ্রেপ্তার হলেও কোর্ট থেকে ছাড়া পাচ্ছে। বিচারপ্রক্রিয়া আগাচ্ছে না।’
তিনি বলেন, ‘প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। আমরা বিচারের দাবি আদায় না করে রাজপথ ছেড়ে যাব না।’