সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীসহ ১ হাজার ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৬৮ জন এবং অন্যান্য ঘটনায় ৫২২ জন। শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে চারটি ওয়ান শুটারগান, একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, সাতটি এলজি, একটি একনলা শটগান, একটি এয়ারগান, চারটি পিস্তল, ১৯ রাউন্ড কার্তুজ, ৩৫টি খোসা, একটি লোহার চাপাতি, ছয়টি ছুরি, ছয়টি রামদা ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। পুলিশের বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন।
জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী রয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
বেশ কিছুদিন ধরেই জুলাই গণ অভ্যুত্থানের মামলার আসামিসহ অন্যান্য মামলার আসামিদের ধরতে সারা দেশে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।