তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘কমপ্লিট শাটডাউন’-এর মাঝেই দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন করেন শিক্ষার্থীরা। গতকাল তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকেন। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলা ও রংপুরে বুয়েটের সাবেক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গতকাল ডিএমপি সদর দপ্তরে যান বুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। এ সময় তারা ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠক করেন।
আন্দোলনের সমন্বয়ক আহমেদ ইকবালের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নেন।