চট্টগ্রাম বিশ্ববিদ্যালবিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় এবং বহিরাগতদের হামলার প্রতিবাদে জগন্নাথয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেছেন।
রবিবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের কাঁঠাল থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে প্রধান ফটক হয়ে বাংলাবাজার মোড় ঘুরে পুনরায় প্রধান ফটকের সামনে সমবেত হয়।
এসময় 'চবিতে রক্ত ঝরে, ইন্টেরিয়র কি করে?' আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না',' বাকৃবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে',' সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও','অ্যাকশন টু একশন, ডাইরেক্ট একশন',' রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়,', দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত',সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয় তারা।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের ভাইদের উপরে যে নৃশংস হামলা চালিয়েছে তাদের সনাক্ত করে দ্রুত বিচার করতে হবে। ইন্টেরিম ক্ষমতা পেয়ে কোনোকিছুই করতে পারেনি বরং সবকিছু জগাখিচুরি করে ফেলেছে।
ছাত্রদলের নেতাকর্মীরা আরও বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় এবং বহিরাগতসহ এলাকাবাসীরা যে হামলা চালিয়েছে তা জুলাইয়ের চেতনা বিরোধী। একের পর এক জুলাই জুলাই যোদ্ধাদের উপর এইভাবে হামলা মেনে নেওয়া যায় না।
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তাঁদের হুঁশিয়ার করে তিনি বলেন, ফ্যাসিস্টদের যে কোনো পদচারণা প্রতিহত করা হবে। তিনি আরো বলেন যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তাদের দ্রুত গ্রেফতার করে ভিতরে আওতায় আনতে হবে।
জবি শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমার ভাইদের উপর যে হামলা হয়েছে আমিরা তার প্রতিবাদ জানাই। একই সাথে চবি, বাকৃবিসহ দেশের সাম্প্রতিক ঘটে যাওয়া সকল হামলার সুস্থ তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। ছাত্রদল ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতির পরিবেশ সৃষ্টি করলেও কিছু সংগঠন ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তা হতে দেব না।
বিডি প্রতিদিন/নাজমুল