‘পোশাক খাতের টেকসই ভবিষ্যতের জন্য শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হলে প্রতিযোগিতামূলক বাজারে পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই তুলা চাষ থেকে শুরু করে ভোক্তাদের কাছে পণ্য সরবরাহ পর্যন্ত প্রতিটি পর্যায়ে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।’
গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস মনডিয়াল এফএনভির সহায়তায় সাংবাদিকদের জন্য তৈরি পোশাক খাতে হিউম্যান রাইটস ডিউ ডিলিডেন্স বিষয়ে দুই দিনব্যাপী একটি সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মনডিয়াল এফএনভির কনসালট্যান্ট মো. শাহিনুর রহমান, বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্টস ফোরামের সভাপতি কাজী আবদুল হান্নান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অফিস সম্পাদক জাকির হোসেন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আওরঙ্গজেব আকন এবং বিলসের উপপরিচালক মো. ইউসুফ আল-মামুন। দুই দিনব্যাপী প্রশিক্ষণের গতকাল ছিল শেষ দিন।
মনডিয়াল এফএনভির কনসালট্যান্ট মো. শাহিনুর রহমান বলেন, পোশাক খাতের টেকসই ভবিষ্যতের জন্য শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান, পর্যাপ্ত বিশ্রাম, নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ এবং মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, এইচআরডিডি প্রক্রিয়ার জাতীয় প্রেক্ষাপটে সাংবাদিকদের সক্ষমতা উন্নয়নের জন্য বিলস এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে বিভিন্ন উৎস থেকে এ সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সাংবাদিকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রিসোর্স টুলকিট এবং প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করা হয়, যা তাদের রিপোর্টিং, উপসম্পাদকীয় এবং কলাম লেখার ক্ষেত্রে সহায়ক হবে।