বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক ঐক্যই এখন সবচেয়ে বড়। রাজনীতি-বিদদের যদি ঐক্য না থাকে এবং সে ঐক্য যদি সুদৃঢ় না হয় ইস্পাতকঠিন দৃঢ় ঐক্য না হয় তাহলে যে কেউ আঘাতপ্রাপ্ত হতে পারে। গোপালগঞ্জে এনসিপি নেতাদের নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ফ্যাসিস্ট ও লুটেরাদের ধারা যারা গুম করেছে খুন করেছে তাদের ধারা সেরকম ঘটনার শিকার অন্য কেউ হতেও পারে। তাই সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। গতকাল দুপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।
এ্যানি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়, আমরা স্বাভাবিক জীবন যাপন, চলাফেরা, বসবাস ও স্বাভাবিক রাজনীতি করতে চাই। সেখানে কারও ভুলের কারণে, কোনো রাজনৈতিক দলের ভুলের কারণে, কোনো ব্যক্তির কারণে স্বাভাবিক পরিস্থিতি ও দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব।
বাজুসের জেলা সভাপতি সমীর চন্দ্র কর্মকারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ। এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে সদর উপজেলা মিলনায়তনে সভার আয়োজন করা হয় ।