সিলেটে জাতীয় গ্রিড লাইনে গন্ধগোকুল আটকে সাত ঘণ্টা অন্ধকারে ছিলেন পল্লী বিদ্যুতের প্রায় ৩ লাখ গ্রাহক। পরে ত্রুটি মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। গতকাল ভোররাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহকদের এ ভোগান্তি পোহাতে হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি গন্ধগোকুল বিয়ানীবাজারের চারখাই এলাকায় গ্রিড লাইনে জড়িয়ে পড়লে ব্রেকার পুড়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন সিলেটের পাঁচটি উপজেলার অন্তত ৩০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।
সকাল থেকে পবিস-১ এর প্রকৌশলীরা ঢাকার প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করে মেরামত কাজ শুরু করেন। সকাল ১০টায় মেরামত সম্পন্ন করে পুনরায় বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হয়।
পবিস-১ এর পরিচালক আবদুল আহাদ জানান, গতকাল ভোররাতে একটি গন্ধগোকুল চারখাই এলাকায় জাতীয় গ্রিড লাইনে জড়িয়ে পড়লে ব্রেকার পুড়ে যায়। এতে প্রায় সাত ঘণ্টা পবিস-১ এর আওতাধীন অন্তত ৩ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।