বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান বলেছেন, পলাতক ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছরে দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ আবারো পুনর্গঠন করা হবে। বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধার করে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। আর সময় নেই আগামীকাল থেকে নির্বাচনের মাঠে নেমে যান আপনারা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই আগামীতে সরকার গঠন করবে ইনশাল্লাহ।
বুধবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলার ফুটবল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামসুজ্জোহা খান বলেন, বিএনপি বাংলাদেশের জনগণের দল। বারবার বিএনপির বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে। বিএনপির বিরুদ্ধে যত চক্রান্ত হয়েছে, বিএনপি তত শক্তিশালী হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট নিয়ে ব্যাপক চক্রান্ত শুরু হয়েছে।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে সকল যড়যন্ত্র মোকাবিলা করে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিব ইনশাল্লাহ।
বর্ণাঢ্য র্যালিটি ফুটবল মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পত্নীতলা উপজেলা সভাপতি মোকসেদুল হক শিরির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সামিনা পারভীন পলি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেন, পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই