আইনপ্রণেতাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও পুলিশি বর্বরতার প্রতিবাদে গোলাপি রঙের পোশাক পরে, ঝাড়ু হাতে বিক্ষোভে যোগ দিয়েছেন ইন্দোনেশিয়ার নারীরা। সংস্কারের দাবিতে এর প্রতীক হিসেবে ঝাড়ু নিয়ে গতকাল তারা বিক্ষোভ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশে এ বিক্ষোভের মধ্যেই গতকাল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো চীনে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উদ্যাপনের কুচকাওয়াজে অংশ নিয়েছেন। বিক্ষোভে নারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘পুলিশ সংস্কার করো’ এবং ‘তোমার মিষ্টি প্রতিশ্রুতিতে ডায়াবেটিস হচ্ছে’ এমন অসংখ্য স্লোগান দেখা গেছে। -রয়টার্স
নারীদের হাতে ঝাড়ুর কারণ জানিয়ে বিক্ষোভের আয়োজক দ্য অ্যালায়েন্স অব ইন্দোনেশিয়ান উইমেন বলেছে, ‘রাষ্ট্রের ময়লা-আবর্জনা এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নকে যে ঝেঁটিয়ে বিদায় করা দরকার তা বোঝাতেই প্রতীকী হিসেবে ঝাড়ু ব্যবহার করা হয়েছে।’ গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে বিশ্বের তৃতীয়-বৃহত্তম গণতান্ত্রিক দেশটিকে নাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল ট্যাক্সিচালক নিহত হওয়ার পর বিক্ষোভ দেশজুড়েই ছড়িয়ে পড়ে। বিক্ষোভে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। কোথাও কোথাও লুটপাট এবং দাঙ্গারও খবর পাওয়া গেছে। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহিংস প্রতিক্রিয়া দেখাবে এমন ঝুঁকি থাকায় নারীদের নেতৃত্বাধীন নাগরিক সমাজের বিভিন্ন দলের জোট দ্য অ্যালায়েন্স তাদের সোমবারের বিক্ষোভ বাতিল ঘোষণা করেছিল।
‘বিক্ষোভ যে মূলত শান্তিপূর্ণই হচ্ছে তাই দেখাতে চেয়েছি আমরা। এখন যদি সরকার বলে এসব বিক্ষোভ রাষ্ট্রদ্রোহিতা, তাহলে তো প্রশ্ন উঠবেই,’ বলেছেন নিপীড়ন ও সরকারি ব্যয়ে অপচয়ের বিরুদ্ধে বিক্ষোভে আসা ৩০ বছর বয়সি রিজকি আনন্দ।
প্রেসিডেন্ট প্রাবোও এর আগে বলেছিলেন, সহিংসতা হলে সামরিক বাহিনী ও পুলিশ দৃঢ়ভাবে তা মোকাবিলা করবে। বিক্ষোভের কোথাও কোথাও সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহিতার চিহ্ন দেখা যাচ্ছে বলেও রবিবার তিনি মন্তব্য করেছিলেন। এর মধ্যেই গতকাল তাকে চীনের বেইজিংয়ে তিয়েনআনমেন স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের জমকালো কুচকাওয়াজে দেখা গেছে। দেশে বিক্ষোভের কারণে প্রাবোও এর আগে এ সফর বাতিল করেছিলেন এবং আমন্ত্রণ রক্ষা করতে না পারায় চীনের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। ইন্দোনেশিয়া ধীরে ধীরে ফের স্বাভাবিক অবস্থায় ফিরছে এমন লক্ষণ দেখা যাওয়ায় প্রেসিডেন্ট তিয়েনআনমেন স্কয়ারের কুচকাওয়াজে অংশ নিতে চীন গেছেন, জানিয়েছে তার কার্যালয়।