বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি।
বুধবার বিকালে বাদ্যের তালে তালে আর স্লোগানে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি এবং উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি একেএম মূসা, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসা, সাংগঠনিক সম্পাদক এসএইচজেড শুকরী সেলিম, সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, সাবেক সদস্য সচিব লিটন সরকার, ছাত্রদল নেতা আশিকুর রহমান অন্তু প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম