খুলনা বিএনপিতে নেতৃত্বের দ্বন্দ্বকে ‘চাইল্ডিস্ট’ (শিশুসুলভ) বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী আসগর লবী। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিরও সাবেক সভাপতি ছিলেন।
গতকাল খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক। আলী আসগর লবী বলেন, আমাদের সময় দ্বন্দ্বটা মনে মনে থাকত। উনি আমাকে পছন্দ করেন না। আমি তাকে পছন্দ করি না। তারপরও যে কোনো বিষয় পরস্পরের সঙ্গে আলোচনা করেই করতাম। কিন্তু এখন যে দ্বন্দ্বগুলো দেখি সেটা তো চাইল্ডিস্ট। এগুলো চলতে থাকলে দলেরই ক্ষতি। আমি যদি সেলফ রাজনীতি করতে চাই, আমার জন্য করতে চাই তা হলেই এসব দ্বন্দ্ব শুরু হয়। আমরা যদি দলকে ভালোবাসি তাহলে সবাইকে নিয়ে একসঙ্গে দল করতে হবে। তিনি আরও বলেন, আমাদের সময়ও বিএনপিতে দ্বন্দ্ব ছিল। কিন্তু ওই সময় রাজনীতিটা অনেক হাই স্কেলে হতো।
কেননা তখন স্পিকার রাজ্জাক আলী, মেয়র তৈয়েবুর রহমান, সংসদ সদস্য আশরাফ হোসেন ছিলেন। সবাই উঁচু দরের নেতা ছিলেন। আমি নতুন একজন কর্মী হিসেবে জয়েন্ট করেছিলাম। আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও আমরা এক ছিলাম। আমরা বর্তমান সময়ের মতো ওপেনলি কিছু করতাম না। তিনি আরও বলেন, ওই সময় দলীয় প্রধান ম্যাডাম (বেগম খালেদা জিয়া) হঠাৎ আমাকে মহানগর বিএনপির কনভেনার করে খুলনায় পাঠান। আমাকে বলা হয়েছিল- কাদের নিয়ে কমিটি করব। আমি সেই কমিটি সবাইকে নিয়ে করেছিলাম। বিএনপির জেলার রাজনীতিতে যেতে চান কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানেও অনেক রকম ঝামেলা, গ্রুপিং। আমি গ্রুপিংয়ের মধ্যে যেতে চাই না।