বর্ণাঢ্য আয়োজনে বগুড়ার ধুনটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুরে ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।
ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম রনি, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম ভেটু, সাংগঠনিক সম্পাদক মুঞ্জিল হক, উপজেলা যুবদলের সাবেক আহব্বায়ক আব্দুল হালিম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আরিফুর রহমান টগর, উপজেলা শ্রমিকদলের সভাপতি বনি আমিন, পৌর শ্রমিকদলের সভাপতি দুলাল শেখ, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলী জন, সাইদুজ্জামান নোমান, বিপুল হাসান, রফিকুল ইসলাম, ফিরোজ মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, স্মরণ তালুকদার, রকিবুল হাসান রকি, আল আমিন, বিল্পব হোসেন, জিয়াউর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম