কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলের অভিযোগে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেন (টাইগার)-কে প্রাথমিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার মধ্যপাড়ার আবদুল কাদেরের ৮ শতক জমি দখল চেষ্টার অভিযোগে ওঠে যুবদল নেতা শাহজালাল ও নাজমুলের বিরুদ্ধে।