নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭৮ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার রাতে মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল র্যাব-১১ সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার মো. ইউসুফ ও রংপুরের তোফান রানা। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদককারবারি বলে স্বীকার করেছেন।