গাজীপুর জেলার কালিয়াকৈরে মাদরাসাছাত্রী (১৩) ধর্ষণ মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, বলেছেন পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক। তিনি বলেন, ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত তদন্ত কার্যক্রম সম্পূর্ণ আইন ও বিধি মোতাবেক চলছে। গতকাল রাতে গাজীপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। পুলিশ সুপার স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে এ মামলার তদন্ত বিষয়ে জনমনে অনাস্থা না তৈরি করার জন্য সবাইকে অনুরোধ করা হয়।